ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সহ প্রতিষ্ঠাতা প্যাট্রিসে কালোর্স সংগঠনটির নির্বাহী পরিচালকের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশনের শীর্ষ পদে প্রায় ছয় বছর ধরে ছিলেন প্যাট্রিসে কালোর্স। নিজেই পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার তিনি ঘোষণা দেন, আন্দোলনের পরিকাঠামো, এরজন্য সমর্থন, এবং প্রয়োজনীয় মেরুদণ্ড এবং ভিত্তি তৈরি করে দিয়েছি। এখন আমি (পদ ছেড়ে) চলে যেতে পারি। এটাই আমার চলে যাওয়ার উপযুক্ত সময়।
আট বছর আগে কৃষ্ণাঙ্গ মার্কিনিদের জন্য অন্য রকম এক লড়াই শুরু করেছিলেন তিনি। ছয় বছর ধরে এই আন্দোলনের পুরোধা ব্যক্তিও ছিলেন তিনি। তার চলে যাওয়ার বিষয়টি কৃষ্ণাঙ্গ তথা সাধারণ মানুষের মনে দাগ কেটে দিচ্ছে।