আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীবাসী আবারো আন্দোলনে সরব হয়েছে নোয়াখালী বিভাগের দাবীতে।২১ শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরেই শাহবাগ যাদুঘরের সামনে নোয়াখালী বিভাগ চেয়ে আবারো আন্দোলন শুরু করে তারা। এ উপলক্ষে শাহবাগ এ এক সমাবেশেরও আয়োজন করা হয়। সেইসাথে বিভাগ বাস্তবায়নে গণসংহতি ও গণ-স্বাক্ষর কর্মসূচিরও আয়োজন করে তারা।দিনব্যাপী চলে নোয়াখালী বিভাগের দাবীতে এই গণ -স্বাক্ষর কার্যক্রম।
সবার জন্য উন্মুক্ত এই গণক্ষর ও গণসংহতি কর্মসূচিটির মূল প্রতিপাদ্য ছিল ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালী,ফেনীসহ নোয়াখালী ভাষাভাষীদের নিয়ে আলাদা স্বতন্ত্র বিভাগ হিসেবে নোয়াখালী বিভাগের প্রতিষ্ঠা। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চ এবং নিরাপদ নোয়াখালীর ব্যানারে অনেকদিন ধরেই চলছে বিভাগের দাবীতে এই আন্দোলন। তবে দাবী আদায়ে সামনে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান আয়োজকরা।