1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন

নোয়াখালীর সদরে যৌতুকের জন্য গৃহবূধকে পটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো.সেলিমের মেয়ে।

গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এসপি বলেন, গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর,শাশুড়ি,ভাসুর মারধর করে গত মঙ্গলবার রাতে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, এ ঘটনায় আইগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews