ইউরো মিশন শেষ। নেই ক্লাবের খেলাও। তাই পতুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর এখন অবসর সময়। একটু সময় পেয়ে রোনালদো চলে গেলেন নীল সমুদ্রের মাঝে। সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং চার সন্তান।
রবিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। ছবিতে দেখা যায়, লাক্সারি ইয়টের ডেকে রোদ পোহাচ্ছে রোনালদো পরিবার। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার মানুষদের সঙ্গে বিশ্রাম নেওয়ার সময়’। সমুদ্রে ছুটি কাটানো নতুন নয় রোনালদোর জন্য। অতীতে কখনো স্পেনের ইবিজা, কখনো ফ্রান্সের সেন্ট টপাজ, কখনো নিজের দেশ পর্তুগালের মাদেইরা সমুদ্র সৈকতে তার ছুটি কাটানোর ছবি দেখা গিয়েছে।
বেলজিয়ামের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। ফুটবলপ্রেমীদের মনে গেঁথে আছে রোনালদোর শেষ ইউরো কাপের বিদায় পর্ব। পাঁচ গোল করা রোনালদোই এখন পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ গোলগাতা। আধুনিক প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের ইউরোর মঞ্চ থেকে বিদায় আরও রঙিন হতে পারত। তবু আক্ষেপ নেই পর্তুগিজ কিংবদন্তির। ফুটবলে ভাগ্য একটা বড় ফ্যাক্টর জানেন তিনি। তাই যা হয়ে গিয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করেন না। বরং জীবন উপভোগ করেন।