1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন

নিজের দেশের তৈরি টিকা নিলেন খামেনি

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৬ জুন, ২০২১

নিজের দেশের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেন ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইরানের স্থানীয়ভাবে তৈরি ভ্যাকসিন কোভ-ইরান বারেকাতের প্রথম ডোজ নিয়েছেন তিনি। খবর আলজাজিরা।

শুক্রবার খামেনি ইরানের ভ্যাকসিন প্রস্তুতের বিষয়টিকে ‘জাতীয় গর্ব’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, কেউ কেউ কিছুদিন আগে আমাকে ভ্যাকসিন নিতে বলেছিলেন। কিন্তু, আমি কোনো বিদেশি ভ্যাকসিন ব্যবহার করতে চাইনি। আমি বলেছিলাম, আমরা অপেক্ষা করব, ইনশাল্লাহ, স্থানীয় ভ্যাকসিন উৎপাদিত হবে এবং আমরা নিজস্ব ভ্যাকসিন ব্যবহার করতে পারব।

ইরানের এই সর্বোচ্চ নেতা জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের তৈরি ভ্যাকসিনের ব্যবহার অবৈধ ঘোষণা করেছিলেন। বিশেষ করে ফাইজার এবং মডার্না ভ্যাকসিন। তখন তিনি বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করা যায় না।’

এর আগে দেশের তৈরি টিকা নেওয়ার জন্য দুটি শর্ত দিয়েছিলেন খামেনি। শর্ত পূরণ হওয়ায় তিনি টিকা নেওয়ার কথা জানান।

শর্ত দুটি ছিল- দেশের সাধারণ নাগরিকরা যে শিডিউল অনুযায়ী টিকা পাচ্ছেন, তিনিও সেই শিডিউল অনুযায়ী টিকা নেবেন। আগভাগে কোনো ডোজ নেবেন না। আর তিনি কোনো বিদেশি টিকা নেবেন না।

ডিসেম্বরের শেষের দিকে কোভ-ইরান বারেকাত ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে প্রায় ২৪ হাজার স্বেচ্ছাসেবক ভ্যাকসিনটি নেন এবং সম্প্রতি এর ট্রায়াল শেষ হয়েছে।

ভ্যাকসিনটি চলতি মাসের শুরুতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে এবং আগামী সপ্তাহে বৃহৎ আকারে এর ব্যবহার শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং ইউরোপের ১২টি দেশ এই ভ্যাকসিন কিনতে চায় বলে জানিয়েছে ইরান।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews