1. support@renexlimited.com : Renex Ltd : Renex Ltd
  2. nirobislamrasel@gmail.com : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবর

নাসিরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিম

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

ঘটা করে বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়ে নিয়ে চলছে নানা বিতর্ক। এরই মধ্যে একটি ছবি প্রকাশ্যে আসতে মারিয়া মিমকে নিয়ে নতুন বিতর্ক সামনে চলে এসেছে।  কেউ কেউ বলছেন মারিয়া মিমের সঙ্গে নাসিরের প্রেমের সম্পর্ক রয়েছে। কেউ কেউ আবার নাসিরের সাবেক প্রেমিকার তালিকায় তার নাম রয়েছে বলেও মনে করছেন।

এদিকে, দিনভর বিতর্কের পরও থামেননি নাসির, রাতেই অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। শনিবার রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসব বিষয়ে বেশ বিরক্ত এ অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফের কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে বুঝলাম না।’

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে মারিয়া মিম বলেন, ‘নাসিরের হলুদের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। তার সঙ্গে ছবিও তুলেছিলাম। সেগুলো পোস্ট করার পর যন্ত্রণা শুরু হয়েছে। সবাই ইনবক্সে বিভিন্ন বিষয় জানতে চাচ্ছে। আমি কি করে জানব, মানুষের ব্যক্তিগত জীবন।’

নাসিরের সঙ্গে আপনার সম্পর্কটা কি? উত্তরে মারিয়া মিম বলেন, ‘বন্ধু, নাসির আমার বন্ধু। এর বাইরে আর কিছুই না। বন্ধু হিসেবেই নাসির আমাকে দাওয়াত করেছিল।’

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews
%d bloggers like this: