1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ অপরাহ্ন

নারী-পুরুষ মিলে অটোরিকশা চুরি!

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ে এখন নারীরাও জড়িত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জেলা ডিবি পুলিশ দুই নারীসহ চোর চক্রের মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ আলম (৩৬), বকুল মিয়া (২৫), মোছা. শেফালী বেগম (৩০), মোছা. ইয়াসমিন আক্তার (৩০)। গাজীপুর জেলার হোতাপাড়া এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত ১২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শাহিনুর ইসলাম (৫২) নামের এক অটোরিকশা চালককে খুন করে এই চক্রটি। জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান চক্রটিকে গ্রেপ্তারে জেলা ডিবি পুলিশকে নির্দেশ দেন। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ তদন্তে নামে। হাসপাতালের সিসি ফুটেজ থেকে চক্রটিকে শনাক্ত করে ডিবি পুলিশ।

ডিবি ওসি শাহ কামাল বলেন, চক্রটি যাত্রী সেজে অটোতে উঠে চালককে নেশামিশ্রিত জুস খাওয়ায়। এরপর অটো নিয়ে চলে যায়। একই চক্র গত ২৬ জুন তারিখে নান্দাইল উপজেলায়ও একজন চালককে অজ্ঞান করে অটো নিয়ে চলে যায়। পরে সেই চালক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মামলা দায়ের করেন।

ডিবি ওসি জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে অটো দুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews