বিশ্বকাপ ও এশিয়ান এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে প্রথমার্ধ গোলশূন্য কাটলেও দ্বিতীয়ার্ধে গোল খেয়ে বসেছে বাংলাদেশ। দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তানের হয়ে প্রথম গোলটি করেছেন আমিরুদ্দিন মোহাম্মদ আনোয়ার শরিফি। বাংলাদেশ ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। এর আগে বাংলাদেশের আলোচিত ফুটবলার তারিক কাজী হলুদ কার্ডও দেখেছেন।