শ্রীলঙ্কা সফলে যাওয়ার দুই দিন আগে করোনা টিকা নিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
শনিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন ক্রিকেটার, কোচ, কর্মকর্তা-কর্মচারীরা।
এদিন টিকা নিয়েছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ।
টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিজিও জুলিয়ান ক্যালেফাতেও টিকা নেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান, শাহরিয়ার নাফিস ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম, সাপোর্ট স্টাফ বুলবুল আহমেদ ও ট্রেইনিং অ্যাসিস্ট্যান্ট রমজান আলিরা উপস্থিত ছিলেন এদিন।
এছাড়া তামিম স্ত্রী আয়েশা সিদ্দিকা ও সৌম্যর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা এদিন টিকা গ্রহণ করেন।
নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে গেল ফেব্রুয়ারিকে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন তাসকিন। দ্বিতীয় দফায় টিকা নেয়ার পর বাংলাদেশের দলের পেসার তাসকিন আহমেদ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। ‘দেশে ফিরে আরেকটা ট্যুরে যাওয়া আগে টিকার ডোজটা শেষ করলাম। যেহেতু অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে সবার উচিৎ সুযোগটা যাতে কাজে লাগানোর।’
নিউজিল্যান্ডে গতির ঝড় তুললেও ক্যাচ মিসের কারণে পরিসংখ্যানটা ভালো হয়সি তাসকিনের।
বিষয়টি এড়িয়ে গিয়ে ডান-হাতি এই পেসার বলেন, ‘আল্লাহ ভরসা সবাই দোয়া কইরেন। আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে।’
আগামী সোমবার ঢাকা ছাড়বে দল। ২১ ও ২৯ এপ্রিল পাল্লেকেলেতে দুটি টেস্টে অংশ নিবে সফরকারীরা।
তাসকিন বলেন, ‘প্রস্তুতি ভালোই হয়েছেভ। আশা করি ভালো কিছুই হবেই ইনশাল্লাহ।’