1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

দোষীদের ১৫ দিনের মধ্যে আইনের আওতায় আনতে হবে: ডা. জাফরুল্লাহ

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

কুমিল্লায় পূজামণ্ডপ ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় দোষীদের ১৫ দিনের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী। তবে তিনি বলেন, নিরীহ কাউকে যেন শাস্তি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে যে পূজামণ্ডপটি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেই মণ্ডপটি পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কুমিল্লার মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কেউ সূক্ষ্ম পরিকল্পনা করে মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে গেছে। পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা যেমন ন্যাক্কারজনক, তেমনই পুলিশের সামনে প্রতিমা ভাঙচুরের ঘটনাও দুঃখজনক।

দেশের অন্যান্য সহিংসতার ঘটনায় বিচার না হওয়ায় বারবার এমন ঘটছে বলে মন্তব্য করেন তিনি।

ক্ষতিগ্রস্ত মন্দিরের পরে দেশওয়ালীপট্টি, কাপড়িয়াপট্টি ও ঘোষগাঁও গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews