1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

দোকানের ক্যাশ বাক্সে ঢুকে প্রাণ গেল বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২৯ মার্চ, ২০২১

বাগেরহাটে দোকানের ক্যাশ বাক্সে প্রবেশ করে বের হওয়ার সময় গলা আটকে বিলুপ্তপ্রায় একটি গন্ধগোকুলের (শাইরাল) মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড়স্থ বেলালের চায়ের দোকানে গন্ধগোকুলটির মৃত্যু হয়।

চায়ের দোকানী বেলাল বলেন, সকালে এসে দোকান খুলে দেখি ভিতরে একটি শাইরাল রয়েছে। আমাকে দেখে ভয়ে ক্যাশ বাক্সের মধ্যে ঢুকে পড়ে। পরে আমরা ওকে বের করার চেষ্টা করি। কিন্তু সেটি নিজে তক্তার ফাঁকা দিয়ে মাথা ঢুকিয়ে বের হওয়ার চেষ্টা করে। এ সময় মাথা বাইরে আসলে পেট আটকে যায়। এক পর্যায়ে শাইরালটি মারা যায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জার মো. নুরুজ্জামান বলেন, গন্ধগোকুলটি যদি জীবিত থাকত তাহলে আমরা উদ্ধার করতাম। অসুস্থ থাকলেও উদ্ধার করে চিকিৎসা করাতাম। যেহেতু মারা গেছে, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করার কথা বলেন তিনি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews