1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন

দেশে করোনা টিকা নিয়ে ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীসহ সারাদেশে করোনা টিকাদান কর্মসূচি চলছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে ১ লাখ ৭৯ হাজার ৩১৮ জনকে টিকা দেয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৩৩ জনসহ ২০৭ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৩৪ হাজার ৭৩৫ জন এবং নারী ৪৪ হাজার ৫৮৩ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, রাজশাহী বিভাগে ২৩ জন এবং রংপুর বিভাগে ২৭ জনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে বলে টিকা গ্রহণকারীরা জানিয়েছেন।

২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews