1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন

দেবিদ্বারে ১২০০ কর্মহীন পরিবার পেল খাদ্য সহায়তা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৮ মে, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে করোনায় বিপর্যস্ত কর্মহীন অসহায় ১২০০ পরিবার পেল এমপি রাজী মোহাম্মদ ফখরুলের দেয়া খাদ্য সামগ্রী।

শনিবার দুপুরে উপজেলা সদরের চাঁন মিয়া মার্কেট মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমপির দেয়া মানবিক সহায়তা পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা।

পর্যায়ক্রমে পুরো উপজেলায় এমন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জনপ্রিয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

এতে এ উপজেলার অসহায় জনসাধারনের মাঝে স্বস্থি বিরাজ করছে।

এদিকে খাদ্য সামগ্রী বিতরণের পর এমপি রাজী উপজেলার স্বাস্থ্য বিভাগের খোঁজখবর নেন। করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে স্বাস্থ্য সেবা নিতে আসা জনসাধারণকে যথাযথভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।

এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে নিয়মিত আহবান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। এ সময় দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শপিং বাদ দিয়ে করোনায় বিপর্যস্ত অসহায় হতদরিদ্র জনসাধারনের পাশে দাঁড়ানোর জন্যও কঠোর নির্দেশনা দেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, ওসি আরিফুর রহমান, জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য নুরুল আমীন, সাদ্দাম হোসেন, ঠিকাদার সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, যুবলীগ নেতা ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন প্রমুখ।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews