1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডস্যান্ডস্ গ্রপের আন্তর্জাতিক মানের চার তাঁরকা হোটেল বে হিলস্ বাংলাদেশ সেনাবাহিনী এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ভারতকে নীল সাগরে ডুবিয়ে হেক্সা শিরোপা জিতলো অস্ট্রেলিয়া অসম্ভব কে সম্ভব করে দেখালেন ইনজুরি থেকে ফেরা ম্যাক্সওয়েল নেতাকর্মী নিয়ে সুধী সমাবেশে করলেন জাহাঙ্গীর আলম প্রাক্তন প্রেমিকদের নিয়ে মুখ খুললেন ঋতাভরী ঢাকাই চলচ্চিত্রে আরও এক নতুন নায়িকার আবির্ভাব পরনের তোয়ালে খুলে যাচ্ছে ক্যাটরিনার! জননিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা করলো ট্রাফিক রমনা বিভাগ তাপসের ছবির নতুন লুকে বুবলী

দুমকিতে কভিড ১৯ টিকা প্রদান শুরু

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাস (কভিড ১৯) প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন’র সভাপতিত্বে আয়োজিত সভা শেষে টিকা প্রদান কার্যক্রমের সূচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্যতম অধ্যাপক ও ডীন আ.ক.ম মোস্তফা জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ (অব:) মাজেদা বেগম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান ইউনিটে প্রথম পর্যায়ের নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক প্রতিনিধির ৪জনকে টিকা প্রদানের মধ্যে দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মী মো. বশির উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মুন্সী, সাংবাদিক মো: মজিবুর রহমান, শিক্ষক অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানকে টিকা প্রদানের পর ৩০মিনিট নিবির পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেয়া হয়। এ উপজেলায় প্রথম ধাপে ১হাজার ১শ’জনকে টিকা প্রদান করা হবে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews