পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত নূর মোহাম্মদ মৃধার ছেলে হাফিজুর রহমান মৃধার টিনসেট বসতঘর পুড়ে ছাই হয়ে। আজ ২৪ মার্চ বেলা আনুমানিক ১২.৪০মিনিটের সময় বসতঘরের পাশে রান্নাঘরে প্রতিবন্ধী কন্যা মুনিয়া (১২) রান্না করার আগুন লাগলে বসতঘরটি সম্পূর্ন পুড়ে ছাই এবং পাশ্ববর্তী আ: রাজ্জাক হাওলাদারের ঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয়ও বাড়ির আশেপাশের লোকজনের ডাক চিৎকারে আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। দুমকিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পটুয়াখালী থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বেই বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বসতঘরের আসবাবপত্র সহ তার সবকিছুই পুড়ে ছাই হয়েছে। দরিদ্র হাফিজুরের আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থলে গিয়ে অসহায় হাফিজুরের পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের বরাদ্দকৃত ঘর থেকে একটি ঘর ও টিন দেওয়ার আশ্বাসদেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ও ডি.এস.বি সদস্য ফেরদাউস সহ স্থানীয় জন প্রতিনিধিও সমাজসেবকরা গিয়ে হাফিজুরের পরিবারকে শান্তনা দেন।