দিল্লিতে লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়িয়ে দিয়েছে সরকার। নতুন ঘোষণা অনুসারে আগামী ২৪ মে পর্যন্ত লকডাউন চলবে ।
দিল্লিতে সংক্রমণের কয়েকদিন কিছুটা কমেছে। কিন্তু এখনও সংক্রমণের হার নামেনি ৫ শতাংশের নীচে। প্রশাসন বলছে, , সংক্রমণের হার ৫ শতাংশের নীচে নামার জন্য অপেক্ষা করা হচ্ছে। এর আগে একাধিক ধাপে লকডাউন করায় সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। তাই আর ঝুঁকি নিতে চায় না প্রশাসন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, লকডাউন ঘোষণার পর থেকে দিল্লিতে করোনা সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। শেষ কয়েকদিনে সংক্রমণের যে নিম্নগতি দেখা গিয়েছে, সেই হার আর হারাতে চায় না দিল্লি সরকার। সেই কারণেই আরও এক সপ্তাহ লকডাউনের কার্যকর থাকছে। আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে।