1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন

দিল্লিতে আজ কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, আজ বৃহস্পতিবার স্থানয় সময় বিকেল ৩টা নাগাদ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

সেই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, কংগ্রেসের গুলাম নবি আজাদ, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি। উপত্যকার মোট আটটি রাজনৈতিক দলের ১৪ জন প্রতিনিধি অংশ নেবেন।

সিপিএম নেতা ইউসুফ তারিগামি বলেছেন, আগে শুনবো কেন্দ্রীয় সরকার কী প্রস্তাব দেয়। তারপর আমরা ঠিক করব, ঠিক কোন পথে এগিয়ে যাবে আলোচনা।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিকভাবে জমউ-কাশ্মীরকে আরো শক্তিশালী করার দিকে বেশি গুরুত্ব দিতে চায় কেন্দ্রীয় সরকার। আলোচনায় সেই বিষয়টা থাকতে পারে।

এর বাইরে করোনাভাইরাস মহামারি পরিস্থিতি এবং সেখানকার সমস্যাগুলো নিয়ে আলোচনা হতে পারে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews