মার্কিন নিউক্লিয়ার একটি সাবমেরিন দক্ষিণ চীন সাগরে অচেনা বস্তুর সাথে আঘাতে এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। তবে এ থেকে বড় ধরণের কোন ক্ষয়িক্ষতির কথা এখনো জানা যায়নি। মার্কিন নৌবাহিনী এরইমধ্যে তদন্ত শুরু করেছে।
মার্কিন নৌ বাহিনী বলছে, সাবমেরিনটি( ইউএস কানেকটিকাট ) দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশনের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সাবমেরিনটি পুরোপুরি নিরাপদ আছে। সাবমেরিনের নিউক্লিয়ার প্ল্যান্ট পুরোপুরি ঠিক আছে। মার্কিন নৌ বাহিনীর এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সাবমেরিনটি পশ্চিম প্রশান্ত সাগরে যুক্তরাষ্ট্রের দ্বীপ গুয়ামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
চীন ও তাইওয়ানের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখনই এই ঘটনা ঘটলো বলে উত্তেজনা বাড়ছে।
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া আঞ্চলিক উদ্বেগ মোকাবেলায় একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তি ঘোষণা করে। সেই চুক্তির ব্যাপক সমালোচনা করেছে বেইজিং ।চীনের দাবি শিপিং রুটে থাকা বেশিরভাগ সমুদ্রসীমা তাদের আওতায় পড়ে। কিন্তু সাগরের তীরবর্তী দেশগুলো ও যুক্তরাষ্ট্র এর আপত্তি জানিয়ে আসছে। এমনই একটি জলসীমাতে অবস্থান করছিলো সাবমেরিনটি।