আমি এখন একটা গান শুনছি। সেই গানের মূল বক্তব্য, ‘ও মানুষ, কথা কম কবা। ’ আমিও তা-ই মেনে চলছি। আমার বলার কিছু নেই।
আরো খোলাসা করে বললে, যে পদটি নিয়ে জল ঘোলা হচ্ছে, সেই পদ তো আমার না। আমি তাঁদের ব্যাপারে নাক গলাতে চাই না। তাঁরা আমার কথা শুনবেনও না। ব্যাপারটা এখন উচ্চ আদালতে গড়িয়েছে। আদালতই রায় দেবেন।
আজকে একটা শুনছি, কাল হয়তো আরেকটা শুনব। চোখের সামনে দেখব কী হচ্ছে! আগে থেকে বলে কেন দোষী হতে যাব!
জায়েদ সাধারণ সম্পাদক হলেও আমার লাভ নেই, নিপুণ হলেও ক্ষতি নেই। সত্যি বলতে, আমি কেন, আরো সিনিয়র কেউ এসে কিছু বললেও তাঁরা দুজন হয়তো শুনবেন না।
যদি শোনার হতো তাহলে জল এত দূর গড়াত না।