1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১০ অপরাহ্ন

ঢাকা লিগে সবাই খেলছেন, মাশরাফি কি খেলবেন?

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৩০ মে, ২০২১

অনানুষ্ঠানিকভাবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। কারণ তিনি এখনও অবসর ঘোষণা করেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তার দেখা মিলছিল। ক্রিকেটের পাশাপাশি মাশরাফি বিন মুর্তজা আবার নড়াইল-২ আসনের সাংসদ। করোনাকালে তিনি ছুটে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকায়। মানুষের সুবিধা-অসুবিধার তদারকি করছেন। তার একটি বক্তব্য সম্প্রতি বাংলাদেশ ও ভারতে ভাইরাল হয়ে গেছে। সেই ‘নড়াইল এক্সপ্রেস’ কি কাল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন?

এবারের ঢাকা লিগে দেখা যাবে জাতীয় দলের সব তারকাদের। করোনার মাঝে দেশে ক্রিকেট শুরু হওয়ার পর আলোচিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ বোলিং করেছিলেন মাশরাফি। ইনজুরি কাটিয়ে ফিরে এক ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এরপরেও তাকে জাতীয় দলে বিবেচনা করা হয়নি। তাই একটু হতাশা আছে ম্যাশের। এই হতাশা থেকেই তিনি ঘরোয়া লিগে খেলতে অতটা উৎসাহ পাচ্ছেন না। তাছাড়া সাংসদ হওয়ায় ২০-২২ দিন বায়ো বাবলে থাকা তার পক্ষে সম্ভবও নয়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব অবশ্য বলেছিল, মাশরাফির নেতৃত্ব পেলেই তারা খুশি। মাঠে মাশরাফির উপস্থিতিই হবে দলটির বড় শক্তি। কিন্তু প্রস্তুতি ছাড়া ম্যাশ মাঠে নামতে চান না। খেলোয়াড়ী জীবনে তিনি নিয়মিত অনুশীলনে থাকতেন। এখন সেটা হচ্ছে না। তাই হুট করে খেলার মাঝে যেতে রাজি নন মাশরাফি। তার বক্তব্য হলো, যদি প্রস্তুতি নেওয়ার সুযোগ পান তাহলে লিগের শেষদিকে কয়েকটা ম্যাচে তিনি খেলতে পারেন। তবে ৩৭ বছর বয়সী মাশরাফি এটাও জানাতে ভুলেননি যে, ভবিষ্যতেও তিনি ঘরোয়া ক্রিকেট খেলে যাবেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews