1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

ডেলিভারি ম্যানকে গ্রেফতার করে খাবার পৌঁছে দিলো পুলিশ

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১১ জুলাই, ২০২১

অর্ডার করার পর যদি ডেলিভারি ম্যানের পরিবর্তে খাবার হাতে নিয়ে পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখেন অবাক হবেন নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রের এক নারী খাবারের প্যাকেট হাতে ডেলিভারি ম্যানের পরিবর্তে পুলিশকে দেখে চমকে গেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী অনলাইনে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করছিলেন। কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখেন খাবারের প্যাকেট হাতে এক পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। ডেলিভারি ম্যানের পরিবর্তে পুলিশকে দেখে ভীষণ অবাক হন তিনি।

পরে জানা যায়, ডেলিভারি ম্যানকে এক ট্রাফিক পোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। ওই ডেলিভারি ম্যান খাবার ডেলিভারি দিতে যাচ্ছিলেন জেনে খাবারটা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেন পুলিশ কর্মকর্তা।
পুরো ঘটনা ওই পুলিশ কর্মকর্তার শরীরে থাকা ক্যামেরায় ধারণ করা হয়। খাবার নষ্ট না করে এভাবে পৌঁছে দেওয়ায় ওই পুলিশ কর্মকর্তার প্রশংসা করেছেন নেটিজেনরা।

অনেকে মজা করেছেন বলেছেন, আইন রক্ষাকারী বাহিনী কী আজকাল খাবার ডেলিভারি দিয়ে বেড়াচ্ছে।
অনেকেই আবার আইন রক্ষাকারী বাহিনীর ডেলিভারি সার্ভিসের ফোন নম্বর চেয়েছেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews