1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ১৯৩ জন করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

টাঙ্গাইল জেলায় মঙ্গলবার সর্বোচ্চ একশ ৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ৪৩৭টি নমুনা পরীক্ষা করে এ আক্রান্ত রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪৪ দশমিক ১৬ শতাংশ। এই সময়ে মারা গেছেন একজন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭৯ জন, ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে আট জন, ধনবাড়ী ও মির্জাপুরে ছয় জন করে, সখীপুর ও নাগরপুর তিনজন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সাত হাজার ৩৮৭ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১০৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বছর ৮ এপ্রিল প্রথম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর মঙ্গলবার এতো বেশি সংখ্যক রোগী শনাক্ত হল।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব জানান, রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ছয়টি শয্যার সব গুলোতেই করোনা রোগী রয়েছে। তাই আইসিইউ সেবার প্রয়োজন এমন রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে। মঙ্গলবার করোনা সন্দেহে ৫১ জন এবং করোনা আক্রান্ত ২২ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহ যাবত টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় সপ্তাহব্যাপী কঠোর বিধি নিষেধ পালন করা হয়। করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews