শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে তারা। সাভারের বিকেএসপিতে সকাল পৌনে ১০টায় শুরু হয়েছে আন্তঃস্কোয়াড এই প্রস্তুতি ম্যাচটি।
লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছে প্রাথমিক স্কোয়াডের ২২ জন খেলোয়াড়। ম্যাচে টসে জিতে ব্যাটিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল।
প্রতিবেদন লেখার সময় ১০ ওভারে বিনা উইকেটে ৪৫ রান করেছে সবুজ দল। নাঈম শেখ ৩১ ও সৌম্য সরকার খেলছেন ১২ রানে ব্যাট করছেন।
লাল দল : তামিম ইকবাল (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সবুজ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।