1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ অপরাহ্ন

জাপান সাগরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

জাপান সাগরে দুটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এমন কোনো পরীক্ষা চালিয়েছে দেশটি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে পিয়ংইয়ংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ। দেশটির কাছে এমন অস্ত্র থাকা হুমকি বলে বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবারের এ উৎক্ষেপণ টোকিও অলিম্পিকের আগে ওই অঞ্চলে উত্তেজনার রসদ যোগাবে এবং ওয়াশিংটনের নতুন বাইডেন প্রশাসনের ওপর বাড়তি চাপ বাড়াবে।

উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান পরীক্ষাটির নিন্দা করেছে।

বিবিসি বলেছে, উত্তর কোরিয়া পীত সাগরে দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন খবর আসার একদিন পরই দেশটির নতুন এ পরীক্ষার কথা জানা গেল।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড বলেছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নিষিদ্ধ অস্ত্র কর্মসূচী তার প্রতিবেশী ও বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি বহন করে তা তুলে ধরেছে।

কমান্ড জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ও বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করছে।

জাপান এ বিষয়ে তাদের বেইজিং দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বলেছে, এই পরীক্ষা ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews