1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান ঢাকার পথে

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

জাপানের উপহারের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমান ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা করেছে।

শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের এই টিকার দ্বিতীয় চালান শনিবার ঢাকায় পৌঁছাবে।

নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।শনিবার দ্বিতীয় চালানটি পৌঁছালে জাপান থেকে দুই দফায় বাংলাদেশ ১০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে।

গত ২৪ জুলাই প্রথম দফায় দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা পাঠিয়েছে জাপান।আগামী ৩ আগস্ট আরও ছয় লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় আসার কথা রয়েছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews