1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পূর্বাহ্ন

জনগণের টাকায় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাশতা, তদন্তের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৯ মে, ২০২১

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সকালের নাশতার বিল নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে গতকাল শুক্রবার তদন্তের ঘোষণা দিয়েছে সে দেশের পুলিশ।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, জনগণের করের টাকা থেকে অবৈধভাবে নিজের নাশতার জন্য ভর্তুকি নিচ্ছেন তিনি।

প্রধানমন্ত্রী সানা মারিন সরকারি বাসভবনে থাকলেও নিজের পরিবারের সদস্যদের সকালের নাশতার জন্য প্রতি মাসে ৩৬৫ ডলার করে বিল নেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে সানা মারিন এক টুইট বার্তায় লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমি এই সুবিধা চাইনি। এ বিষয়ে সিদ্ধান্তেও আমি জড়িত নই।

বিশেষজ্ঞরা মনে করছেন, সে দেশের প্রধানমন্ত্রীর সকালের নাশতার ব্যয় জনগণের করের টাকা থেকে দেওয়ার বিষয়টি আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: এএফপি

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews