1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পূর্বাহ্ন

ছদ্মবেশে গানের মডেল, ‘খুন করতেন’ মানুষ

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

উত্তরবঙ্গের একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হেলাল হোসেন ওরফে সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের ভাষ্য, গানের মডেলের আড়ালে হেলাল উত্তরবঙ্গের একজন ভয়ংকর খুনি। তাঁর বিরুদ্ধে ওই এলাকায় তিনটি হত্যা মামলা রয়েছে। ‘ভাঙা তরী ছেঁড়া পাল’ গানের মডেল হয়ে বেশি পরিচিতি পান তিনি। গানের বাউল ওরফে মডেল সেলিম ওরফে খুনি হেলাল হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান রাতে প্রথম আলোকে বলেন, নিজেকে লুকিয়ে রাখতেই বাউল ছদ্মবেশ ধারণ করে ছিলেন সেলিম।

তাঁর একাধিক হত্যাকাণ্ডে জড়ানো ও ছদ্মবেশে পালিয়ে থাকা জীবনের বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews