1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় রোগীর সঙ্গে বাড়ছে মৃত্যু, একদিনে আরও ১০ প্রাণহানি

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

চুয়াডাঙ্গায় কোভিড রোগীর সঙ্গে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনসহ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন।

বুধবার ভোর থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের মৃত্যু হয়।

অপরদিকে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় আরও ১১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জেলায় সক্রিয় রোগীর সংখ্যা ২ হাজার ১০৭ জন। এর মধ্যে বাড়িতে এক হাজার ৯৮০ জন ও হাসপাতালে ১২৭ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার ৪৩৮ জনের নমুনা সংগ্রহ করে। এদিন ৪৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১১০ জনের করোনা পজিটিভ এসেছে।

শনাক্তকৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬০ জন, আলমডাঙ্গার ২৫, দামুড়হুদার ১৬ ও জীবননগর উপজেলার ৯ জন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়াল। এর মধ্যে চুয়াডাঙ্গাতেই মারা গেছেন ১৩২ জন।

চুয়াডাঙ্গার বাইরে মারা গেছেন ১৬ জন। বৃহস্পতিবার নতুন ৪৩৮ জনের নমুনা নেওয়া হয়েছে। এ নিয়ে মোট নমুনা নেওয়া হলো ১৮ হাজার ৯৮১ জনের।

বৃহস্পতিবার ৪৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ নিয়ে মোট রিপোর্ট পাওয়া গেছে ১৮ হাজার ৬৫৩ জনের। নতুন ১১০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৫ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ‘হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার লিটার অক্সিজেন লাগছে। তবে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।’

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews