1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৪ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জের শহরগছি কলেজে নবাগত সভাপতিকে সংবর্ধনা ও এইচ এসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শহরগছি আদর্শ ডিগ্রি কলেজে
এইচএসসি ২০২১শিক্ষার্থীদের বিদায়,গভর্নিং বডির নবাগত সভাপতিকে
সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২৩ নভেম্বর দুপুরে কলেজ প্রাঙ্গণে নবাগত সভাপতিকে সংবর্ধনা
প্রদান করা হয়। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে
স্মৃতিচারণামূলক আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ
আনোয়ারুল ইসলাম বিরু।
এসময় উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয়
সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, গভর্ণিং বডির
নবাগত সভাপতি এমপি পতœী জানাবা নারগিস সুলতানা, এমপ্#ি৩৯;র
সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, গভর্নিং
বডির সদস্য একেএম নাজমুল হক রকেট।
অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা নবাগত সভাপতিকে ফুলের
তোড়া দিয়ে মঞ্চে বরণের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নবাগত
সভাপতি এমপি পতœী তাঁর বক্তব্যে বলেন, মহামারি করোনাভাইরাস সংকট
প্রশমিত হচ্ছে। যদিও প্রাদুর্ভাবকালীন বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের
দেশেও শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ কারণে এবার সংক্ষিপ্ত সিলেবাসে
পরীক্ষাঅনুষ্ঠিত হচ্ছে। তোমরা সকলেই ভালো ফলাফল করে এ প্রতিষ্ঠানের মুখ
উজ্জ্বল করবে; এটাই আমার কামনা। অনুষ্ঠানে এ জেড এম গোলাম রব্বানী
মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- শহরগছি কলেজের উপাধ্যক্ষ এসএম রফিকুল
ইসলাম,অধ্যাপিকা আরজিনা বানু, জেলা আওয়ামী যুবলীগের সাবেক
সহসভাপতি আলতামাশুল ইসলাম প্রধান শিল্পী,এমপির পিএ খায়রুল আলম,
বৈরাগী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী,অভিভাবকদের মাঝে
সিরাজুল ইসলাম, নার্গিস সুলতানা, শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক
বক্তব্য রাখেন মরিয়ম ও নুসরাত জাহান নাদিরা ঝুমু প্রমুখ।শেষে উপস্থিত
ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ
করেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews