1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫১ পূর্বাহ্ন

গাছে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২২ মার্চ, ২০২১

বাঁশখালীর পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া পাড়ায় গতকাল রেবিবার সকাল ৮টায় এক মাদ্রাসার বার্ষিক সভার মাইক বাঁঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাইছার আহমদ (২১) নামের এক যুবক মারা গেছেন।
তিনি বাঁশখালী পৌরসভার সৈয়দ বাহারউল্লাহ পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের মঞ্জুর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাইছার মাদরাসার পাশে একটি গাছের উচু ডালে মাহফিলের মাইক বাঁধতে উঠেন। ওই গাছের পাশ দিয়ে গেছে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। কাইছার মাইক বাঁধার সময় আকস্মিক বৈদ্যুতিক তারে জড়িয়ে গাছের ওপরে মারা যান এবং গাছে ঝুলে থাকেন।
এ খবর পেয়ে বাঁশখালী উপজেলা ফায়ার সার্ভিসের দল উঁচু গাছের ঢাল থেকে কাইছারের লাশ উদ্ধার করে।
বাঁশখালী পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দীন বলেন, ওইখানে মাইক বাঁধা কিংবা মাহফিলের ব্যাপারে মাদরাসা কর্তৃপক্ষ আমাদের অবহিত করেনি। যদি আমাদেরকে আগে অবগত করা হত তাহলে মাইক বাধার সময় আমরা বিদ্যু তের লাইন বন্ধ রাখতাম। এতে এত বড় একটা দুর্ঘটনা হত না।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews