1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৮ পূর্বাহ্ন

গাঁজা ও ইয়াবাসহ নারী আটক

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

দিনাজপুরের চিরিরবন্দরে গাঁজা ও ইয়াবাসহ রানু রাণী রায় (৪৫) নামে নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।

আটককৃত রানু রাণী রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়া এলাকার গজেন্দ্র চন্দ্র রায়ের স্ত্রী।

র্যাব-১৩ এর দিনাজপুর সিপিসি-১ এর অধিনায়ক আবদুল্লাহ আল মামুন জানান, গত মঙ্গলবার রাতে চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা ও ১ হাজার ২১৫ পিস ইয়াবাসহ রানু রাণী রায় নামে এক নারীকে আটক করা হয়।

তিনি জানান, আটককৃত রানু রাণী রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews