আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বছর কিংবদন্তি ক্রিকেটারদের ‘হল অব ফেম’ সম্মানিত করে থাকে। আইসিসির মতো পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতি বছর তিনজন তারকাকে ‘হল অব ফেম’ সম্মানিত করবে।
রোববার পিসিবির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানসহ ছয়জন সাবেক তারকাকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। এখন থেকে প্রতি বছর ১৬ অক্টোবর তিনজন কিংবদন্তিকে হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
পিসিবির প্রথম হল অব ফেম অন্তর্ভুক্ত হলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক তারকা ক্রিকেটার হানিফ মোহাম্মদ, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও জহির আব্বাসরা।
এ ব্যাপারে পিসিবির চেয়ারম্যান এহসান মনি বলেছেন, যেসব ক্রিকেটার পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করে নান্দনিক পারফরম্যান্সের মাধ্যকে দেশকে বিশ্বজুড়ে পরিচয় করিয়ে দিয়েছেন তাদের এ সম্মানে সম্মানিত করা হবে।