1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব, বিধ্বস্ত বসতঘর-গাড়ি-দোকান

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১১ জুলাই, ২০২১

রাঙ্গামাটির পর্যটন উপশহর কাপ্তাইয়ে একদল বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর, গাড়ি ও দোকান বিধ্বস্ত হয়েছে। রাতের আঁধারে বন্যহাতির দল গ্রামে ঢুকে তাণ্ডব চালানোয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (১১ জুলাই) ভোর ৪টায় উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিল্প এলাকা সংলগ্ন তালপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় বন্যহাতির দলটি একটি বসতঘর, একটি ট্রাক ও একটি দোকানে হামলা চালায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানায়, ভোররাতে বন্যহাতির দল শিল্প এলাকায় ঢুকে কাপ্তাই লাম্বার প্রসেসিং কেন্দ্রের (এলপিসি) অস্থায়ী শ্রমিক সেলিমের বসতঘরে হানা দেয়। সেলিম পরিবারের সদস্যদের নিয়ে কোনরকমে প্রাণে বাঁচেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের আত্মচিৎকার ও প্রতিরোধে হাতির দলটি জঙ্গলে ফিরে যাবার সময় রাস্তায় রাখা একটি ট্রাক ও একই এলাকার তোফাজ্জলের দোকানেও তাণ্ডব চালায়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। বন্যহাতির দলটি একটি বসতঘর, একটি দোকান এবং একটি গাড়ির ক্ষতিসাধন করেছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

স্থানীয় লুবনা, লিমন ও মনসুরসহ অনেকে জানান, দিনের বেলায় যেমন তেমন, কিন্তু সন্ধ্যা নামলেই আমরা আতঙ্কে থাকি কখন বন্যহাতির দল আক্রমণ করে বসে।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, গভীর বনে খাবারের সংকটের ফলে প্রায়ই লোকালয়ে এসে হাতির দল আক্রমণ করে জানমালের ক্ষতি সাধন করছে। কাপ্তাই শিল্প এলাকাসহ আশেপাশে বসবাসরত জনগণ সবসময় আতঙ্কে দিনাতিপাত করে। বনবিভাগকে এ বিষয়ে একাধিকবার বলার পরেও কার্যকর কোনো ব্যবস্থা নেনি বলে জানান তিনি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews