1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন

কলকাতার যে ৫ স্থান ভ্রমণ করতে পারেন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী। এটি দেশটির সবচেয়ে বড় শহর। তাই তো বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের এ শহর। বাংলাদেশিরা বেশ কয়েকটি কারণে কলকাতা ভ্রমণ করেন। তারমধ্যে চিকিৎসা, ব্যবসা ও কেনাকাটা অন্যতম। তবে মাত্র ৩ দিনের ছুটিতে ঘুরে আসা যায় শহরটি। সড়ক, রেল ও আকাশ পথে কলকাতায় যাওয়া যায়।

কলকাতা গেলে বেশ কিছু স্থান দেখার মতো রয়েছে। এরমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, হাওড়া ব্রিজ, সায়েন্স সিটি ও একুশে উদ্যান উল্লেখযোগ্য। আসুন জেনে নেই স্থানগুলো সম্পর্কে-

ভিক্টোরিয়া মেমোরিয়াল: এখানে ঘাট বাঁধানো পুকুর, সারি সারি গাছ, সবুজ মাঠের মাঝে বড় অট্টালিকা রয়েছে। মোঘল ও ব্রিটিশ স্থাপত্যের অনন্য নিদর্শন এটি। প্রাসাদের মত বিশাল অট্টালিকায় আছে ২৫টি গ্যালারি। যেখানে বিভিন্ন অ্যান্টিক নিদর্শন এবং হাতে নির্মিত শিল্পকর্ম প্রদর্শনের জন্য রাখা হয়েছে।

একুশে উদ্যান: ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার পথেই একুশে উদ্যান। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- অমর এ গানের থিমে উদ্যানটি তৈরি করা হয়েছে। শহরের বিড়লা প্লানেটোরিয়ামের পাশেই এটি অবস্থিত। যে উদ্যানে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস জড়িয়ে আছে।

ঠাকুরবাড়ি: কলকাতার জোড়াসাঁকোয় অবস্থিত ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এটি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বাড়িটি নির্মাণ করেন। স্মৃতি বিজড়িত বাড়িটি এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। এ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। বাড়ির একাংশে রয়েছে জাদুঘর। যেখানে ঠাকুর পরিবারের নানা ঐতিহ্য প্রদর্শনের জন্য রাখা রয়েছে।

হাওড়া ব্রিজ: বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ এটি। ব্রিটিশ শাসনামলে হুগলি নদীর উপর এ ব্রিজ নির্মাণ করা হয়। যা কলকাতা ও হাওড়া শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করে। ব্রিজের পাশের লঞ্চঘাট থেকে নৌকায় ঘুরতে পারবেন নদীতে। উপভোগ করতে পারবেন ব্রিজের সৌন্দর্য।

সায়েন্স সিটি: একনজরে বিজ্ঞানের নানা দিক দেখে আসতে পারবেন সায়েন্স সিটি থেকে। এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান যুগের নানা জীব-জন্তুর মূর্তি পাবেন। যা জীবন্ত প্রাণির মতো নড়াচড়া এবং শব্দ করে। পাবেন বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্র দেখার সুযোগ। ক্যাবল কার দিয়ে পুরো সায়েন্স সিটিও দেখতে পারবেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews