1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্তদের পাশে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় একই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন অবস্থায় আবারও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

শুক্রবার কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সাইফুল আলম রনি জানান, কুমিল্লায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন। বিষয়টি খুব বেদনাদায়ক। গত ১ জুলাই আমি ব্যক্তিগত উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এখন আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও ১০টি সিলিন্ডার হস্তান্তর করেছি। ১০টি সিলিন্ডারের মধ্যে ৫টি সিলিন্ডার দিয়েছেন কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির। যদি প্রয়োজন পড়ে আরও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করবো।

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও সহ-সভাপতি মোস্তফা হেলাল কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাগ্রত মানবিকতা সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার অতিমারি শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করেছি।

তিনি বলেন, কুমিল্লা এখন করোনা আক্রান্তে সারাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। খুব স্বাভাবিকভাবে এখন দিনরাত করোনা আক্রান্ত রোগীর স্বজনদের ফোন আসে। আর এদিকে ফোন পাওয়া মাত্রই জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকরা হাসিমুখেই করোনা রোগীদের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন। এজন্য স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews