1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

করোনায় খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৪৭ মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

করোনা সংক্রমণে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩৯ জন।

বিভাগে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গতকাল বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, বাগেরহাটে একজন, সাতক্ষীরায় একজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় তিনজন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬২ জন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews