1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২০ জুন, ২০২১

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাহবুব তালুকদারের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রবিবার (২০ জুন) রাতে এ তথ্য জানান।

মুহাম্মদ এনাম উদ্দীন বলেন, শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে কেবিনে আছেন। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষায় কভিড-১৯ পজিটিভ আসে। অন্য পরীক্ষা ভালো এসেছে। এখন ভালো আছেন।

নির্বাচন কমিশন করোনার মধ্যেও ভোটের আয়োজন করছে। ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দু’টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৮ জুলাই ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একজন জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং একজন কর্মচারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এবার আক্রান্ত হলেন মাহবুব তালুকদার।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews