1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
রবিবার, ২৮ মে ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন

এসি ছাড়াই ঘর ঠান্ডা, গরম তাড়ান সহজে

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১ আগস্ট, ২০২২

শ্রাবণ মাসের অর্ধেক পেরিয়ে গেলেও বলতে গেলে বৃষ্টির দেখা নেই। বরং তীব্র দাবদাহ গরমকে বাড়িতে তুলেছে। প্রখর রোদে শুধু বাইরে নয়, ঘরের ফ্যানের নিচেও যেন আরাম নেই। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই কিভাবে এসি ছাড়াই প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখা যায়।
জানালায় লাগান ভারি পর্দা

ঘরে রোদ প্রবেশ করে এমন জানালায় ভারি পর্দা লাগান। সাধারণ ১২টা থেকে বেলা ৪টা পর্যন্ত রোদের তাপ বেশি থাকে। তাই এ সময়ের আগেই জানালা বন্ধ করে দিন। পাশাপাশি মেলে দিন ভারি পর্দা। এতে ঘর ঠান্ডা থাকবে। তবে বিকেল হতেই ঠান্ডা হাওয়া ঘরে ঢোকার জন্য পর্দা সরিয়ে জানালা খুলে দিন।

ফ্যান রাখতে পারেন জানালার কাছে

বাসায় যদি পোর্টেবল ফ্যান অর্থাৎ টেবিল ফ্যান থাকে, জানালা খুলে সেটিকে জানালার পাশে সেট করতে পারেন। এতে বাইরের ঠান্ডা হাওয়া ঘরে প্রবেশ করবে এবং ঘরের গরম গুমোট ভাবটাকে দূর করবে।

আরও পড়ুন : ঘরের আয় বৃদ্ধিতে বাড়ির কোথায় টাকা রাখবেন

বরফ রেখে ফ্যান চালান

ঘরের পরিবেশ শীতল রাখতে টেবিল ফ্যানের সামনে গামলাভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিতে পারেন। এছাড়া বোতলভর্তি পানি ফ্রিজে জমিয়ে সেটিকেও ফ্যানের সামনে বা পেছনে রাখতে পারেন, এতে ঘর দ্রুত শীতল হবে।

ইলেকট্রিক পণ্য এড়িয়ে চলুন

ইলেকট্রিক পণ্য প্রচুর তাপ উৎপাদন করে। তাই বিনা প্রয়োজনে কম্পিউটার, টেলিভিশন, লাইট ইত্যাদি চালাবেন না। এতে ঘর তুলনামূলক কম গরম হবে আবার আপনার বিদ্যুৎ বিলও কম আসবে।

আরও পড়ুন : মাথাব্যথা, সর্দি, প্রেশার সব নিয়ন্ত্রণে রাখবে একটি চা!

প্রয়োজন ছাড়া চুলা জ্বালাবেন না

রান্নার সময় ছাড়া চুলা বন্ধ রাখুন। এতে দেশের গ্যাসের যেমন সাশ্রয় হবে, তেমনি আপনার ঘরও ঠান্ডা থাকবে।

বাড়ির চারপাশে গাছ লাগান

বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাড়ির আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না। ফলে ঘরের পরিবেশ ঠান্ডা থাকে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews