1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

উশু খেলার ভ্যনুতে খেলা দেখত গিয় লাঞ্চিত উশু কোচ

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

উশু খেলা দেখতে গিয়ে লাঞ্ছিত হন সাবেক উশু খেলোয়ার , কাচ ও এস এ গমস এর স্বণর্ পদক বিজয়ী খেলোয়ার এবং বর্তমান বঙ্গবন্ধু ৯ম বাংলাদশ গেমস এর মশাল বাহক মেজবাহ উদ্দিন ।গত ০৮/০৪/২০২১ ইং তারিখ সে ৯ম বাংলাদশ গমস এর উক্ত ইভটর খেলা দেখতে বিকেএসপির ভ্যনুতে যায়। ভ্যনুর ভিতর গিয় খেলা দেখা কালীন সময় উশু ফেডারশনের পিয়ন বলেন আপিনি খেলা দেখতে পারবন না। বিকএসপির দারায়ান এসে একই কথা বললা এবং খুবই উত্তজিত হয় বলেন সে এখন থেকে না গেলে তাদের চাকুরী থাকবনা। এই বল ফেডারশনের পিয়ন ও বিকএসপির দারায়ান খুবই উত্তজিত হয় তার দিকে তেড়ে আসে । তখন সে তার পরিচয় দেনত কিন্তু উশু ফেডারশনের পিয়ন বলে ফেডারশনের সাধারন সম্পাদক হল আপনিএখান থাকত পারব না। পরবর্তী সময় সে উক্ত বিষয় গুলা নিয় উক্ত ফেডারশনের সহ- সভাপতি মাঃ তাফজ্জল হাসন এবং কাষাধক্ষ আব্দুল কুদ্দুসকে বিষয় গুলা অবগত করেন।

পরবর্তী সময় সে উশু ফেডাশনের সাধারন সম্পাদক দুলাল হাসন কে এই ব্যাপার অবগত করতে সে তাকে বল তুই এখান আসবি কেনো তোকে ফেডারশন থেকে বহিষ্কার করা হয়ছ। তখন সে বললো এই গেমসের মশাল বহন কারী । এভাব অপমান করা কি ঠিক হচ্ছে এবং সে জানতে চেয়েছিল তার দোষ কি কোন কারণে সে খেলা দেখতে পারবেনা।
স্বর্ণ বিজয়ী মেজবাহউদ্দিন প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন তার সাথে হয়ে যাওয়া অপমানের বিচার যেন দ্রুত পায় তার আবেদন জানান।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews