1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

উঠে গেল নৌযান চলাচলে সব নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৮ মে, ২০২১

বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুই ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ জানায়, আজ সকাল ৮টা থেকে এক ইঞ্জিনচালিত নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।

২৫ মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ২৬ মে ভারতের উডিষ্যায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস।

বৈরী আবহাওয়ার কারণে ২৬ মে ভোর থেকে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছিল। প্রবল বাতাসের কারণে পদ্মাসহ বিভিন্ন নদীতে বড় ঢেউয়ের সৃষ্টি হয়, সেই সঙ্গে তীব্র স্রোতও বয়ে যায়।

ইয়াসের প্রভাবে দেশের উপকূলের অনেক এলাকায় বাঁধ ভেঙে গেছে। মারা গেছেন ছয়জন। আর ভারতে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews