1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি: মিসরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন বাইডেন

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৫ মে, ২০২১

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার টেলিফোনে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেছেন জো বাইডেন। এ সময় তাকে ধন্যবাদ জানান বাইডেন।

টানা ১১ দিন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হওয়া গাজার পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান মিসরের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট তাতে সমর্থন দিয়েছেন। গাজায় আরো ত্রাণ সহযোগিতা পাঠানোর বিষয়েও কথা বলেন তারা।

তবে তারা সতর্ক করে দিয়ে বলেছেন, এই সহায়তাগুলো গাজার কোনো রাজনৈক দলের কাছে না গিয়ে যেন সেখানকার সাধারণ মানুষের কাছে পৌছায়।

প্রসঙ্গত, টানা ১১ দিন ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের পর মিসরের মধ্যস্থতায় গত শুক্রবার যুদ্ধবিরতি হয়। গাজার সংস্কারে পাঁচশ মিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা গত সপ্তাহে দিয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। এসব কারণে তাকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে, নিজের ভূমিকার জন্য নিজেরই দল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন জো বাইডেন।
সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews