1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কী ভাবছে হামাস?

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ৫ জুন, ২০২১

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও এখনও টিকে আছে। গত ২১ মে ওই যুদ্ধবিরতি কার্যকর হলেও তা প্রকৃতপক্ষে কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ যুদ্ধবিরতির ভবিষ্যৎ ইসরাইলের আচরণের ওপর নির্ভর করবে।

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, যতদিন ইসরাইল এ যুদ্ধবিরতি মেনে চলবে ততদিন হামাসও এর প্রতি সম্মান দেখাবে। যদি ইসরাইল যুদ্ধবিরতি মেনে না চলে, তাদের মোকাবিলা করাটাই আমাদের জন্য স্বাভাবিক বিষয়।

গাজায় ১০ মে থেকে বোমা হামলা শুরু করে ইসরাইল। হামাসও রকেট নিক্ষেপ করে ইসরাইলে। এ পরিস্থিতি স্থায়ী হয় ১১ দিন। ইসরাইলি হামলায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর হামাসের হামলায় ইসরাইলেরও ১২ জন নিহত হয়। পরে মিসরের মধ্যস্থতায় কার্যকর হয় যুদ্ধবিরতি।

এ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে না ইসরাইল- এমন অভিযোগ হামাসের এ মুখপাত্রের।

জুহরি বলেন, ইসরাইল এ যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাচ্ছে না। তারা পশ্চিম তীরে আক্রমণ অব্যাহত রেখেছে। একইসঙ্গে জেরুজালেমের বাসিন্দাদের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা এখনও রয়ে গেছে।

এ ধরনের আক্রমণ যদি অব্যাহত থাকে তবে ফের যুদ্ধ শুরু করার হুমকি দেন হামাসের এ মুখপাত্র।

সর্বশেষ যুদ্ধের শুরু শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের উৎখাত এবং আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলের হামলার কারণে।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews