1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ অপরাহ্ন

ইরানে পাইপলাইন বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৭ জুলাই, ২০২১

ইরানে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন চারজন। পাইপালাইন থেকে গ্যাস লিক হওয়ার কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সরকার আদনান গাজী জানান, মঙ্গলবার চেশমেহ-খোশ তেলক্ষেত্র থেকে আভাজে তেল বহনকারী ২০ ইঞ্চির একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখানে আগুন ধরে যায়। এরপর ঘটনাস্থলেই ৩ জন শ্রমিক মারা যায়।

ইরানের তেলমন্ত্রী বিজন নামদার জানিয়েছেন, এ ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারকে স্বাস্থ্য ও নিরাপত্তাসহ সব ধরণের সহযোগিতা করা হবে। এদিকে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।

ইরানে প্রায়ই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews