1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

ইউক্রেনের এসইউ-২৫ সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামতোর্স্কের কাছে দেশটির একটি এসইউ-২৫ সামরিক বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবশ্য রয়টার্স এবং আল জাজিরা অবিলম্বে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইউক্রেনের কাছ থেকেও এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কের কাছে একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ বিমান ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া।

এদিকে, ইউক্রেনের বন্দরনগরী ওডেসার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া। ওই গুদামে ন্যাটো দেশ থেকে সরবরাহ করা হারপুন মিসাইল ছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এই খবর সামনে এলো। এই অবস্থায় ইউক্রেনকে আরও চারটি উন্নত হিমার্স রকেট সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লরেড অস্ট্রিন বুধবার এই ঘোষণা দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র রাশিয়ান সরবরাহ লাইনে আঘাত হানার জন্য ব্যবহার করার পরে ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি অস্ত্র ধ্বংসের নির্দেশ দিয়েছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews