ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। আজ শনিবার দুপুর ১২টার দিকে বনানীর শেরাটন হোটেলে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন।
অন্যরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও ঢাকা-১৭ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
জানা যায়, বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের নেতারা শেরাটনে আসেন। আর ১২টার কিছু সময় আগে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইইউ প্রতিনিধিদলের চার সদস্য একসঙ্গে বনানীর এই হোটেলে প্রবেশ করেন।
এর আগে, আজ সকালে বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ছয় সদস্য। এই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে না। এদিকে, বেলা আড়াইটায় জামায়াতে ইসলামী এবং বিকেল ৪টায় এবি পার্টির সঙ্গে সফররত বৈঠক করার কথা রয়েছে ইইউ প্রতিনিধিদলটির।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। আগামী ২৩ জুলাই পর্যন্ত তারা ঢাকায় অবস্থান করবেন।