1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৪০ অপরাহ্ন

আলেক বাল্ডউইন: স্ক্রিপ্টে গুলি চালানোর নির্দেশনা নেই

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

আলেক বাল্ডউইনের বিরুদ্ধে একটি মামলায় বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাণের স্ক্রিপ্টে বন্দুক থেকে গুলি চালানোর কোনো নির্দেশনা নেই। অথচ তিনি প্রপ বন্দুক থেকে গুলি চালিয়ে সিনেমাটোগ্রাফার হালিনা হাচিন্সকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে মামলার বরাত দিয়ে আরো বলা হয়েছে, বাল্ডউইন প্রপ বন্দুক থেকে গুলি চালানোর পর পুলিশের খবর দেন স্ক্রিপ্ট সুপারভাইজর মামি মিশেল। নিউ মেক্সিকোতে সিনেমার সেট থেকেই তিনি পুলিশকে খবরটি দেন।

এ মামলার দায়িত্বে থাকা আইনজীবীর দাবি, বাল্ডউইন প্রপ বন্দুক পরীক্ষা করে না দেখেই গুলি চালান।

জানা গেছে, বাল্ডউইন ছাড়াও চলচ্চিত্রটির প্রযোজকের নাম রয়েছে এই মামলায়। তবে, তারা এ ব্যাপারে এখনো মন্তব্য করেননি।

এর আগে সিনেমার সেটের একজন মন্তব্য করেছিলেন, সিনেমার সেটটি নিরাপদ নয়। তা নিয়ে মুখ খুলেছিলেন বাল্ডউইন। এমনকি হেলিনা মারা যাওয়ার ঘটনা নিয়েও তিনি মুখ খুলেছেন । এ ব্যাপারে বিবৃতিও দিয়েছেন। সিনেমাটির পরিচালক এবং যিনি বাল্ডউইনকে গুলি ভরা বন্দুক দিয়েছিলেন, তিনিও মুখ খুলেছেন। এবার নতুন অভিযোগ সামনে এলো।
সূত্র: বিবিসি।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews