ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নায়িকা পরীমনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে কার্যনির্বাহি সদস্য হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার ঢাকাপ্রকাশ-কে জানালেন নির্বাচন করবেন না এই তারকা অভিনেত্রী।
পরীমণি ঢাকাপ্রকাশ-কে বলেন, আমার শারীরিক কণ্ডিশন ভালো না। গতকাল রাত পর্যন্ত আমি শুটিং করেছি। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আমার অনাগত সন্তান আমার গর্ভে। তাই এই মুহূর্তে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। আর নির্বাচনে আমি একদমই সময় দিতে পারছি না। এজন্য সিন্ধান্ত নিয়েছি আমি আর নির্বাচন করবো না। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো।’