1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ পূর্বাহ্ন

‘আমি মনে করি, আমরা সবাই সৎ’

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমি মনে করি, আমরা সবাই সৎ। অসৎ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সততা দিয়ে সব কাজ বাস্তবায়ন করে যাবো।’ আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘অষ্টম-পঞ্চম বার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫)’ দলিল অবহিতকরণ সভায় মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো, আমাদের আস্থা আছে যে, তারা (কর্মকর্তা) তাদের অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমাদের এখানে চার-পাঁচজন সদস্য (পরিকল্পনা কমিশন) আছেন, তারা প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর পর যে ডকুমেন্টটা প্রকাশ করা হবে, তা মানুষের কল্যাণে আসবে।’

পদ্মা সেতু প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন। পদ্মা সেতু এখন তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। আমি নিজেও দেখেছি তরুণরা নিজে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যায়।’

এ সময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য(সিনিয়র সচিব) শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, মামুন আল রশীদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews