1. [email protected] : Renex Lab : Renex Lab
  2. [email protected] : Shuvo Khan : Shuvo Khan
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন

আবারও বুবলী

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দীর্ঘ ১ বছর অন্তরালে থাকার পর আবারও সরব চিত্রনায়িকা বুবলী। শাকিব খানের নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া বুবলী এখন অন্য নায়কের সঙ্গেও কাজ করছেন। যদিও একটা সময় শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে কাজের ব্যাপারে আপত্তি ছিল তার।

তবে দিন আর আগের মতো নেই। শাকিব খান অন্য নায়িকাদের সঙ্গেও নিয়মিত ছবি করছেন। ফলে বুবলী হয়তো এমন সিদ্ধান্তর নিয়েছেন। এছাড়া শাকিবের সঙ্গে বুবলীর প্রেমের গুঞ্জনও শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে শাকিব বা বুবলীর কেউই মুখ খোলেননি।

এবার তিন বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন এ নায়িকা। বুবলীর নতুন বিজ্ঞাপনের নাম ‘নাসির মিরর গ্লাস’। গত শনিবার এর শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মো. নাঈমুল ইসলাম। বুবলী জানিয়েছেন, শিগগির এটি বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে সম্প্রচার হবে।

বুবলী বলেন, নাসির গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর পরিকল্পনা করে তাদের বিজ্ঞাপনে আমাকে সম্পৃক্ত করার জন্য।

এ গ্রিনবি কমিউনিকেশনস্ খুব চমৎকার আয়োজনে বিজ্ঞাপনের কাজটি করেছে, যা প্রচারের পর দর্শক বুঝতে পারবেন। ২০১৮ সালে সর্বশেষ বিজ্ঞাপনে কাজ করেছিলেন বুবলী।

আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ প্রিয়দেশ
Theme Customized BY LatestNews