করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ২০ টি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও এর মধ্যে কিছু দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে। এছাড়া কয়েকটি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
এর আগে ৩৯টি দেশের ওপর শর্ত দিয়ে ১ মে থেকে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সাত দিনের চলা কঠোর লকডাউনের মেয়াদ আরো সাতদিন বৃদ্ধি করার পরই নতুন এ নির্দেশনা জারি করে বেবিচক।